ছাত্রিনামা – স্মৃতিময় প্রীতিময় কিছু ছবি

⦽⦽⦽⦽⦽⦽⦽⦽⦽⦽⦽⦽⦽⦽⦽⦽⦽⦽⦽⦽⦽⦽⦽⦽⦽⦽⦽⦽⦽⦽⦽⦽⦽⦽
আমার কর্মস্থল বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ -এর ৩০ বছর পূর্তি ও পুরনো ছাত্র-ছাত্রিদের পুনর্মিলনী উৎসব আর কদিন পরেই। এ উপলক্ষে ফেসবুকে কিছু স্মৃতিময় ছবি পোস্ট দেওয়ার ইচ্ছা ছিল। ছবিগুলি মানে আমার কাছে কোনো না কোনোভাবে জমে থাকা স্কুলের বিভিন্ন অনুষ্ঠান, কৃতি শিক্ষার্থীদের দলীয় ছবি, ফটোসেশন এসবে আমার দায়িত্ব বা অংশগ্রহণ থাকলে  অনেক সময়ই আমি তার কিছু সংগ্রহ করে রাখি। এসব ছবির অধিকাংশই দুর্বল কোয়ালিটির কারণ অপ্রয়োজনীয় বা অতিরিক্ত হিসেবে ফেলে দেওয়া ছবি, অযত্নে সংরক্ষিত ছবিগুলাই বেশির ভাগ কোথাও রেখে দেই প্রায়ই। কারণ আসলে মায়া। ঐ ইচ্ছা পূরণ হয় নি তাই এখানে তার কিছু ছবি একসাথে দিয়ে দিলাম। ইদানিং আমার ঐ মায়ামনের মিল খুঁজে পেলে ফেসবুক বা সোস্যাল নেটওয়ার্ক থেকেও কলিগ অথবা পুরনো ছাত্র-ছাত্রিদের পোস্ট করা ছবি কপি মেরেও রেখে দেই!
ও হ্যাঁ, ছাত্র-ছাত্রিদের বললাম কিন্তু ব্লগের নাম দিয়েছি ছাত্রিনামা, কারণ-অকারণটা এখানে বলা হয়েছে, ছাত্রিনামা । 

এক্স-স্টুডেন্টস, রিইউনিয়ন এবং আমার এ প্রতিষ্ঠান ও ব্যক্তিগত স্মৃতিময় ছবি নিয়ে আপডেট পোস্ট দিয়ে দিয়ে এই ব্লগটাকে একটা দীর্ঘতম ফটোব্লগে পরিণত করার বাসনা রাখি- 

⏬⏬⏬⏬⏬⏬⏬⏬

প্রভাতি শাখার শুরুর দিকের একটি ব্যাচ, প্রথম বা দ্বিতীয় এসএসসি ব্যাচ হতে পারে; ঐ ব্যাচের শিক্ষা সফরে সাভারের বিকেএসপি প্রাঙ্গণে দুপুরের খাবার পর আড্ডা ও সাংস্কৃতিক পর্ব চলছিল। ছবির এই আড্ডাটি সম্ভবত যাকে কেন্দ্র করে তার নাম ছিল ভেনাস, পর্বটি সঞ্চালনা থেকে শুরু করে নাচ, গান, কমিক সবকিছুতেই অংশগ্রহণ ছিল তার। ক্যাম্পাসের দুর্দান্ত এক অলরাউন্ডার ছিল তানহা রেজা ভেনাস। নাচ, গান, আবৃত্তি,বিতর্ক, উপস্থাপনা, ব্যান্ড, কারাতে, কাবাডি, ভলিবল সবকিছুতেই পারদর্শি ছিল। টেলিভিশন নাটক, বিজ্ঞাপনে মডেলিংসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাংলাদেশের পরিচিত মুখ হয়ে উঠেছিল ভেনাস। বিয়েও করেছিল শুনেছিলাম আমাদের দেশের সাংস্কৃতিক জগতের অতি পরিচিত এক পরিবারে। তারপর একদিন হঠাৎ শুনলাম আমাদের সেই ভেনাস আর এ পৃথিবীতে নেই!
⏬⏬⏬⏬⏬⏬⏬⏬

বৃত্তি পাওয়া কীর্তিমানদের ছবি। এ রকম কিছু ছবি স্কুলের কাছে দামী। ক্যালেন্ডারে, ম্যাগাজিনে ছাপা হয় । এ ছবি দু’টির অধিকাংশ মুখই আমার ক্লাসে, কো-কারিকুলার ক্লাবে  খুব চেনা।  


⏬⏬⏬⏬⏬⏬⏬⏬
আমাদের ছেলেমেয়েদের পারফরমেন্স দেখেই মুগ্ধ হানিফ সংকেত, তাই এমন দিলখোলা হাসি! ‍ ২০০০ সালে বাংলাদেশের প্রখম বাংলা টেলিভিশন চ্যানেল ‘একুশে টিভি’র উদ্বোধনী সঙ্গীতের সাথে পারফর্ম করেছিল আামাদের ১২০০ জন ছেলেমেয়ে। রিহার্সেলের ফাঁকে তাদের কয়েকজন এই ছবিতে। এরপর বিভিন্ন সময়ে ইত্যাদিসহ হানিফ সংকেতের সাথে আরো বেশ কয়েকটি প্রোগ্রামেই ছিল আমাদের অনেক ছেলেমেয়ে।
⏬⏬⏬⏬⏬⏬⏬⏬
নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে- গাইতে গাইতে আমরা ছেলেদের আগেই তীর হারা সাগর পাড়ি দিয়ে দিলাম, ছেলেদের নৌকাতে অবশ্য মাঝির সংখ্যা বেশি ছিল-নৌকা একটা মাল্লা সবাই আর আমরা ছিলাম যাত্রি সবাই মাল্লা একজন!
⏬⏬⏬⏬⏬⏬⏬⏬
তোমরাই এখন ইতিহাস: দুটি ছবিতেই ডানদিকে যে দুইজনকে সবচেয়ে ছোট সাইজ দেখা যাচ্ছে, আমার মনে আছে এরা দেখতে ছোট হলেও কাজে বড় ছিল।
⏬⏬⏬⏬⏬⏬⏬⏬
ময়নামতি শালবন বিহারে শিক্ষাসফরে
⏬⏬⏬⏬⏬⏬⏬⏬
যাদের ভাল না হাতের লেখা, লাইন হইয়া যায় আঁকাবাঁকা- তারা ইচ্ছা করলে নিজের বা সন্তানদের জন্য এদের সাহায্য নিতে পারেন! অমর একুশে উপলক্ষে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ প্রতিবছর সারাদেশের শিক্ষার্থীদের মাঝে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা আয়োজন করতো। তখন বেশ কয়েকবার আমার নেতৃত্বে আমার স্কুলের শিক্ষার্থীরা ঐ প্রতিযোগিতায় সর্বাধিক সংখ্যক পুরস্কার পেয়েছিল। 
⏬⏬⏬⏬⏬⏬⏬⏬

শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেয়ার এই আয়োজন করেছিল এসএসসি ব্যাচ-১৯৯৯
কিছু তার সুরভি কিছু তার বেদনা পড়বে তোমার মনে যেখানেই থাক না

⏬⏬⏬⏬⏬⏬⏬⏬
সহিদুল ইসলাম রাজু, মুরাদ আরো্ কয়েকজন ছাত্রসহ হঠাৎ ঘুরতে যাওয়া নুহাশ পল্লীতে, ঘটনা আর কিছু মনে নেই
⏬⏬⏬⏬⏬⏬⏬⏬

বিজিবি’র পুরণো দরবার হলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমাদের তারকা শিল্পীদের সাথে
⏬⏬⏬⏬⏬⏬⏬⏬
ইংরেজি নববর্ষের এক সকালে এক্স-ষ্টুডেন্টদের একদল হঠাৎ এসে আকমল স্যারকে ধরে নিয়ে গেল ধানমন্ডি লেক এলাকায় আড্ডা-খাওয়া দাওয়ায় সঙ্গে ধরা পড়েছিলাম আমিও। 
⏬⏬⏬⏬⏬⏬⏬⏬
আমাদের সুপ্রিয় রাইফেলস কলেজ, নেইকো তার তুল
মোরা এখানে শিক্ষা লাভ করি শত শত মুকুল’ –
রিইউনিয়ন ২০১১তে প্রাক্তন শিক্ষার্থীরা মনির সারের নেতৃত্বে গাইছিল সেই প্রিয় প্রতিষ্ঠান সঙ্গীত
⏬⏬⏬⏬⏬⏬⏬⏬
রিইউনিয়ন রিইউনিয়ন ২০১১তে প্রাক্তন ছাত্রী আমাদের প্রিয় গানের পাখি জেনি আর সঙ্গীত গুরু মনির স্যারের মাঝে বসে অনুষ্ঠান উপভোগ করছিলাম

2 thoughts on “ছাত্রিনামা – স্মৃতিময় প্রীতিময় কিছু ছবি

  1. ব্লগ দেখার জন্য, ফার্স্ট কমেন্ট দেয়ার জন্য অনেক ধন্যবাদ সাদ্দাম

Leave a Reply to HappyNILsky Cancel reply

Your email address will not be published. Required fields are marked *