ইন্টারনেট যুগে আমাদের অভিষেক
আমার নেটোভিষেক কবে মনে নাই, ১৯৯৬ সনে সহকর্মী জয়নুল আবেদীন একদিন ধানমণ্ডি ২নম্বরে ঢাকা শহরের প্রথম দিকের এক সাইবার ক্যাফেতে নিয়ে গিয়েছিলেন মনে আছে আর সেখানেই প্রথম দেখলাম এই জগৎ, কিছুদিনের মধ্যেই ইয়াহুতে ইমেইল খুলে দিলেন আবু দারদা না ইকবাল খান। সাইবার ক্যাফেতে খানের সাথে আরো দুএকদিন গিয়ে মেইল চালা, গুগল সার্চ বেশ শিখলাম। ইকবাল খান পরে জাপান চলে গেলে […]