নূরনামা: যাত্রা হলো শুরু

 

প্রসঙ্গ: আমার কর্মস্থল বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের ৩০ বছর পূর্তি ও পুরনো ছাত্র-ছাত্রিদের পুনর্মিলনী উৎসব

:ভাইয়ারা নাকি ইনবক্সে বলতেছে রিইউনিয়ন ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে হবে, কেউ বলতেছে ৫-৭, আবার কেউ বলে ভ্যালেন্টাইনের আগে পরে তিনদিন আসলে ঘটনাটা কি 

-ঘটনা পরিস্কার, ভাইয়ারা যদি বলে থাকে তাইলে ঠিকই বলছে, তারা কখনো মিথ্যা কথা বলে না, শিঘ্রই অফিসিয়াল ঘোষণার মাধ্যমে এটা প্রমাণিত হবে 

:ইনভাইটেশন কার্ড কই, ১ তারিখ যদি প্রোগ্রাম শুরু হয় আজকে ২৮ তারিখ, ক্যামনে কি 

-কার্ড এখনো পাঠানোই হয় নাই তবে কোনো সমস্যা নাই আমাদের কর্মিবাহিনী সবার ঠিকানা দেখে দেখে বাসার আশেপাশেই অপেক্ষা করতেছে যদি ঘোষণা আসে প্রোগ্রাম জানুয়ারির ০১-০৩ তারিখেই হবে তাইলে নগদে বিলি করে দিবে আর নো বললে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে সবাইকে

:যারা ঢাকার বাইরে থেকে বা বিদেশ থেকে অলরেডি চলে আসছে, রিইউনিয়ন শেষ করে চলে যাবে তারা কতদিন ওয়েট করবে অর প্রোগ্রাম যখন হবে তখন হয়ত তারা বিজি থাকবে 

-রিইউনিয়ন আগের তারিখে হউক বা না হোক তারা যেন অবশ্যই রিইউনিয়নের সাথে সম্পৃক্ত টিচারদের সাথে যোগাযোগ করে আর যদি মনে করে ৫০০ টাকা দিলাম লিল্লাবিল্লা করে তাও যেন আমাদের কাছে এসে নিশ্চিত করে যায়

:ফেব্রুয়ারিতে ত অনেকের ক্লাস শুরু, পরীক্ষা শুরু, বিয়ের দিন ইত্যাদি ইত্যাদি তারা ত তখন এটেন্ড করতে পারবে না 

-তারা মার্চে আবার কোনো একদিন মার্চ করতে করতে চলে আসবে, ততদিনে একখান সুন্দর অ্যালামনাই এসোসিয়েশনও থাকবে, টিচারদের মাস্টারি কমে যাবে নিজেরা নিজেরাই ত ইচ্ছা করলে কতভাবে ম্যানেজ করা যাবে আর এরকম প্রোবলেম জানুয়ারিতে আরো বেশি আছে

:সিরিয়াস বিষয় নিয়া এমন ফানি কথাবার্তা কেন 

-আসলে হইছে কি রিইউনিয়ন যতদিন শুরু না হয় মজা করার সুযোগ ততদিনই, শুরু হইলে পিলখানার ভিতরে আইসাই দেখবেন ‘প্রিয় ছাত্রছাত্রী এইদিকে’ সেইদিকেই চলতে হবে, এক পা এদিক সেদিক হইলেই জিপিদের পোঁ পোঁ শুরু হয়ে যাবে; কলেজ গেটে ঢুকেই হয়ত দেখবেন ফরিদ স্যার, কায়সার সাদিক, শামীম স্যার, মাহবুবা ‍মিস লাঠি-কেচি নিয়া খাড়াইয়া আছে; শোনা যাবে, ‘কেউ দাঁত করতে পারবা না’, ‘এই ছেলে চুল এত লম্বা কেন, খাড়াও কেচিটা ধার দিয়া লই’, ‘এই মেয়ে চোখে কাজল লাগাইছ কেন, যাও লিপস্টিক ধুইয়া আসো’.. সো ফান করার আর কোনো ওয়ে আছে কি (বি.দ্র: ইহা দেখিয়া কেহ ভীত হইয়া প্রোগ্রামে যোগদানে বিরত হইবেন না যেন, ভীতিনাশক আরকের সুব্যবস্থাও আছে) 

:যদি ‍রিইউনিয়নের ডেট পিছিয়ে দেয়া হয় তাইলে কি আরো নতুন করে রেজিস্ট্রেশন করা যাবে, ম্যাগাজিনের জন্য লেখা দেয়া যাবে বা কোনো ধরনের কন্ট্রিবিউট করা যাবে 

-সবই করা যাবে, শেষেরটা বেশি প্রথমটা কম মানে কন্ট্রিবিউটর বেশি দরকার আর রেজিস্ট্রেশন করতে পারবে খুব কম সংখ্যক যারা বিদেশে ছিলেন দেশে আসছেন শুধু ‍রিইউনিয়ন টার্গেট করে অথবা চাকরি-বাকরি, সরকারি দায়িত্ব, নির্বাচনী ব্যস্ততা ইত্যাদি কারণে মানে বুঝতেই পারছেন অনেক সিনিয়র যারা কিংবা যেসব ব্যাচের রেজিস্ট্রেশন সংখ্যা ১০জনের নিচে আছে তবে এটা সরাসরি কলেজে এসে সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে যোগাযোগ করে বুঝে নিতে হবে, আমি কোনো গ্যারান্টি দিতে পারি না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *