সকাল ছিল সুন্দর । ভোর বেলা আজানের সুর ভেসে আসতো দূরের মসজিদ থেকে। খালি গলার সই আজানের সুর ছিল অদ্ভুত সুন্দর। শরৎ কালের ভোরে আবার ভেসে আসতো সাধু বাড়ির কীর্তেনের সুর। সুরের পৃথিবী ছিল সে আমার তখন। সুরের সে দরিয়ায় ভাসতে ভাসতে কখনো কূলে ভীড়ে কখনো অকূলে ডুবে ডুবে আকণ্ঠ পান করে চলে এসেছি কতটা দূর তবু ভ্রমণ এ ভ্রমণ কখনো ফুরায় না তবে আজ অনেক ধাক্কা খাই খোঁচা লাগে চারিধারে কত কি যে অসুর।
দূর আজানের মধুর ধ্বনি বাজে
