ছাত্রিনামা

আজকের তারিখ ১১.১২.১৩। ভোরে ঘুম ভাঙল এক ছাত্রির পাঠানো এসএমএস টোন শুনে। সে আমাকে শুভেচ্ছা জানিয়ে আশাবাদ প্রকাশ করেছে যে, এই রকম একটি অনন্য তারিখকে স্মরণীয় করে রাখতে যেন কিছু একটা করি। আমার জীবন যাপন চলে গতানুগতিক বৈচিত্র্যহীন ধারায়। এর মাঝে  নতুন করে খুব আর কী করার আছে বুঝেই পাচ্ছি না।
কয়েকদিন আগে গুগলের ব্লগস্পটে ফ্রি ওয়েবসাইট বানানো শিখেছি।  নিজের জন্য সাইট বানিয়ে এই লেখালেখি শুরু করে দিলাম তবে। দুদিন আগেই এই সাইটটা খুলেছিলাম, পোস্ট শুরু হল আজকে থেকেদিনটা স্মরণীয় হয়ে থাকল।
মেয়েটির নাম সুমনা। আমি মনে মনে অসংখ্য মেয়ের নাম রাখি সুমনা। এই শুভ দিনে সুমনা সুমনাদের জন্য রইল আন্তরিক শুভ কামনা। একটু পরে রুমানা নামে আরেকজনের মেসেজ আসল, সেম টেক্সট তার জন্যও সেম শুভকামনা।
শিক্ষকতা করলে মানুষের পুরো জীবনটাই বোধ হয় ছাত্রজীবন হয়ে থেকে যায়। আমার স্কুলের ছাত্রের চেয়ে ছাত্রিদের সংখ্যা অনেক বেশি হওয়াতে এই ব্লগের নাম রাখলাম ছাত্রিনামা! তবে ছাত্রকাহিনীও থাকবেযখন যেটা যেভাবে মনে পড়বে। মনে আসার ব্যাপারে বলে নেওয়া ভাল যে, আমার স্মৃতিশক্তি খুব খারাপ; একজনের কাহিনী আরেকজনের নামে চালিয়ে দেওয়া, এক ঘটনার সাথে আরেক ঘটনা জুড়ে দেওয়াসহ অহরহ না্নান বিপত্তি ঘটার সম্ভাবনা প্রবল। তাই এটাকে কেউ স্মৃতিচারণ বা সত্য ঘটনার বর্ণনা বা কোন বিবৃতি মনে করলে চলবে না। গল্পকার হলে বলে দিতাম গল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *