
মেয়েরা দল বেঁধে ক্লাস বাঙ্ক দিয়েছে। কাইয়ূম স্যার ক্লাসে ঢুকে থ বনে গেলেন। তিনি এ ক্লাসের ক্লাস টিচার। প্রথমে পিরিয়ডে তিনি ক্লাস করিয়েছেন। রোল কল করেছেন। তেতাল্লিশ জন মেয়ের মধ্যে আজ ক্লাসে এসেছে ঊনচল্লিশ জন। বোর্ডের কোণায় তা লেখাও আছে স্পস্ট করে।
শেষ পিরিয়ডে অবশ্য ক্লাস ছিল আইএসসি স্যারের। কাইয়ূম স্যার এ সময় ক্লাসে আসার কথা ছিল না। ক্লাসে থাকা মাত্র পনের জনের মেয়ে স্যারকে দেখেই হকচকিয়ে গেল।