গল্পকথার কল্পলোক

গল্পকথার কল্পলোকে কত যে স্মৃতি ও গীতির মাথা গাঁথি নিশিদিন!
অন্তরের অন্তরতম হতে সেই বিষাদে জাগে অনুপম বিস্ময়! সব মানুষের জীবনেই স্মৃতিকাতরতা এক অনুপম আশ্চর্য বাস্তবতা! সংসার জগতের মায়াময় বাস্তবতায় স্মৃতির পাতায় স্তরে স্তরে জমে থাকে কত কথা, আনন্দ-বেদনা, সুখ-দুঃখের অনন্ত অনুভব!
জীবনের কোনো একটি সময়ে এসে হয় তো সবাই হাতড়ে বেড়ায় বিগত জীবনের সেই সব অমলিন স্মৃতি মুখরতা!

স্মৃতির পাতা খুঁজে খুঁজে বের করা যায় এমন অনেক মুহুর্ত যা এক পলকের জন্য হলেও মুখে হাসির রেখা এঁকে দিয়ে যায়। আবার কখনো এমন অনেক মূহুর্ত আছে যা নিমিষেইহাসিখুশি মনটাকে বিষণ্নতায় মলিন করে দিতে পারে।

এমনি নানান স্মৃতির মালা গেঁথে ভাবনার জগত সাজাই মনের মাঝে অনবরতই। তারই কিছু ছিটেফোঁটা  ফুটিয়ে তুলেতে চাই গল্পকথার কল্পলোকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *